প্রতীকী ছবি।
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের ওসমানীনগরে নিখোঁজের ৪ দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ পরিত্যক্ত অবস্থায় সেফটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের একটি পরিত্যাক্ত সেফটিক ট্যাংকি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এর আগে রবিবার সন্ধ্যার পর থেকে আব্দুল জলিল নিখোঁজ ছিলেন। আব্দুল জলিল উপজেলার উছমানপুর ইউনিয়নরে পাঁচ পাড়া গ্রামের মৃত জাহির উল্ল্যার ছেলে।
জানা গেছে, স্বর্ণ ক্রয় করতে দেড় লক্ষ টাকা নিয়ে রবিবার বিকালে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। ওইদিন সন্ধ্যার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। একপর্যায় পরিবারের স্বজনরা থানায় সাধারণ ডায়রী করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে ৫ সন্তানের জনক আব্দুল জলিলের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
নিহতের স্ত্রী মাহমুদা বেগম জানান, ভাড়েরা গ্রামের কামরান নামের এক ব্যবসায়ীর সাথে ৩ লক্ষ টাকায় ৪ ভরি স্বর্ণ ক্রয় করতে শুক্রবার দেড় লক্ষ টাকা নিয়ে যান তার স্বামী আব্দুল জলিল। পরে রবিবার বাড়ি থেকে আরো দেড় লক্ষ টাকা নিয়ে গেলে আর কোন খোঁজ পাওয়া যায়নি আব্দুল জলিলের।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাসেদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.