• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় ফ্যান চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে যুবক নিহত

admin
প্রকাশিত ২৮ আগস্ট, বুধবার, ২০২৪ ২৩:৪৯:২৫
কুলাউড়ায় ফ্যান চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে যুবক নিহত

প্রতীকী ছবি।
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় কেজি স্কুলের ফ্যান চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে জায়েদ খান (২৮) নামের এক যুবক মারা গেছেন। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের বালিশিরি গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮) আগষ্ট দিবাগত রাত আনূমানিক দুইটার দিকে ওই একই গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে গেলে স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রেরণ করলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা মর্নিংসানকে নিশ্চিত করেছেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়। তিনি বুধবার প্রতিবেদক’কে বলেন ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের কোন আত্মীয় থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।