প্রতীকী ছবি।
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি //
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বাপ্পি (৩৫) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন।নিহতের ঠিকানা সনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার (৩০ আগস্ট) বিকেল দুইটার দিকে উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়া এলাকায়।
জানা গেছে, শুক্রবার বাপ্পি ও তাজ উদ্দিন নামের দুই ব্যক্তি সিলেট মহানগরীর শাহজালাল (র.) মাজার থেকে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় বেড়াতে যান। একপর্যায় সীমান্তবর্তী কমলাছড়া এলাকায় দুপুর আনূমানিক দুইটার দিকে পৌছালে সেখানে তাদের মধ্যে ৭শ' টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় তাজ উদ্দিন ক্ষুব্দ হয়ে পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে সে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয়ে জানালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে তাজ উদ্দিন (২৩)।
এদিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে সরেজমিনে পৌছে সূরতহাল রির্পোট তৈরী শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনার সত্যতা দি ডেইলিমর্নিংসানকে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধারের পর বিজিবি হেফাজতে থাকা তাজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি বলেন, আটককৃত ব্যাক্তি নিহত বাপ্পির নাম জানলেও কোন ঠিকানা বলতে পারছেন না। তবে পুলিশ তার পরিচয় সনাক্তে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.