• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্রগ্রামে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত

admin
প্রকাশিত ৩০ আগস্ট, শুক্রবার, ২০২৪ ০৩:১৫:৩০
চট্রগ্রামে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত

ছবি-সংগৃহীত।
হাটহাজারী (চট্রগ্রাম ) প্রতিনিধি //

 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন।

নিহত দুই ব্যক্তিরা হলেন, হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. আনিস (৩৮) ও শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিক মিয়ার ছেলে মাসুদ কায়ছার (৩২)।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ সংবাদমাধ্যম কর্মীদের জানান, নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে হাটহাজারী বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।