ফাইল ছবি।
সিলেট প্রতিনিধি //
সিলেটের কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামী নিজের গলায় লুঙ্গি পেঁছিয়ে আত্মহত্যা করেছে। তবে জেল কর্তৃপক্ষের দাবি সে মানসিকভাবে অসুস্থ্য ছিল।
নিহত হাজতি হলেন, সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খাঁ’র ছেলে ফজল আমিন (৫৮)।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে।
জানা যায়, ফজল আমিনকে গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্থর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়। আমিনের হাজতি ছিল নম্বর-৩৯/২৪। তিনি শুক্রবার বিকালে কারাগারে নিজের পরিধানের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী। তিনি বলেন ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.