• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এসএমপি’র তিন ওসি প্রত্যাহার, চার থানায় ওসি বদল

admin
প্রকাশিত ০১ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ০৩:০৪:৫৯
এসএমপি’র তিন ওসি প্রত্যাহার, চার থানায় ওসি বদল

স্টাফ রির্পোটার, সিলেট //

 

বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় এসএমপি’র ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি ও আরও তিনজনকে ওএসডি (প্রত্যাহার) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে বিগত ১৯ আগস্ট থেকে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে সিলেটের আদালতে এবং জেলা-মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান- সম্প্রতি সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন সিপন, জালালাবাদ থানার ওসি মো. মিজানুর রহমান ও দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এসময় এয়ারপোর্ট থানার ওসি মো. নুনু মিয়াকে কোতয়ালি থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়। এছাড়া এয়ারপোর্ট থানার নতুন ওসি হলেন সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদ থানার হারুনুর রশিদ ও দক্ষিণ সুরমা থানার নতুন ওসি আবুল হোসেন।