নারায়ণগঞ্জ প্রতিনিধি //
আইন উপেক্ষা করে সাবেক এমপি শামীম ওসমানের সহযোগী খালেদ হায়দার খান কাজল ও নূপুর কুমার ভৌমিকের কাছে বিক্রি করা রাজউকের ৭৬ শতাংশ জায়গা উদ্ধারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। শহরের প্রাণকেন্দ্র চাষাড়া বালুর মাঠের এই জায়গা বিক্রিতে জড়িত মন্ত্রী, এমপি ও রাজউকের অসাধু কর্মকর্তাদের বিচারের দাবি জানানো হয়েছে।
শনিবার বালুর মাঠে ওই জায়গার পাশে অবস্থান কর্মসূচিতে নাগরিক কমিটির নেতারা এ দাবি জানান। তারা বলেন, নারায়ণগঞ্জে নতুন কোনো শামীম ওসমানের জন্ম হতে দেওয়া হবে না। মামলা শেষ না হওয়া পর্যন্ত এখানে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না।
অবস্থান কর্মসূচিতে রফিউর রাব্বি বলেন, একটি মামলা চলমান থাকা অবস্থায় অধিগ্রহণ আইন অমান্য করে রাজউক শামীম ওসমানের ক্যাডার নূপুর কুমার ও কাজলের কাছে কম মূল্যে জমি বিক্রি করেছে। দু’জনই তাদের কেনা জমি ৮ থেকে ১০ কোটি টাকা বেশি দামে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের কাছে বিক্রি করে দেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আগে শামীম ওসমানের নেতৃত্বে একটি মাফিয়া গোষ্ঠী ছিল। এখন অন্য গোষ্ঠী মাফিয়া হয়ে উঠতে চাইছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই জমিতে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না।
নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা বাসদ সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.