• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরের নদী খেয়াঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ০৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ ২০:৩৬:৩৫
জগন্নাথপুরের নদী খেয়াঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি //

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালী নদীর চণ্ডীঢর খেয়াঘাট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান। তিনি বলেন, অজ্ঞাত ব্যক্তির আনূমানিক বয়স ৩০-৩৫ বছর হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বুধবার সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধির মাধ্যমে আলামত সংগ্রহ শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।