• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এসএমপি’র নতুন পুলিশ কমিশনার রেজাউল’র দায়িত্ব গ্রহণ

admin
প্রকাশিত ০৬ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ০১:৪৮:৪৩
এসএমপি’র নতুন পুলিশ কমিশনার রেজাউল’র দায়িত্ব গ্রহণ

প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সিলেট //

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) দায়িত্ব ভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে মো. রেজাউল করিম এসএমপি কমিশনার হিসেবে পদায়ন হন।

রেজাউল করিম আগে এডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার। ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন।

নতুন কমিশনারের দায়িত্বভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।