• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির

admin
প্রকাশিত ০৬ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ০৪:২০:৩৩
ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির

ফাইল ছবি।
সিলেট প্রতিনিধি //

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়াকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির’কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের প্রেষন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রেষণে নিয়োগ/প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়াকে সশস্ত্র বাহিনী বিভাগ ও ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির কে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হলো।