প্রতীকী ছবি।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক হলেন ভেড়াছরা গ্রামের রইছ মিয়ার ছেলে আমজদ হোসেন (৩৫) ।
ঘটনাটি ঘটে সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে।
স্থানীয়রা জানান, জমিতে কৃষিকাজ করার সময় প্রচন্ড বজ্রপাতে আমজদ হোসেন মারা যান। তার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, বিষয়টি শুনেছি। সঠিকভাবে তথ্য পাওয়া গেলে আর্থিক সহায়তা প্রদান করা হবে।