• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুর সীমান্ত থেকে ৬৭টি ভারতীয় মহিষ আটক

admin
প্রকাশিত ০৬ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ০২:০২:৩০
জৈন্তাপুর সীমান্ত থেকে ৬৭টি ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //

 

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি টহল দল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিরাইমারা ব্রিজ সংলগ্ন এলাকা হতে মহিষগুলো আটক করা হয়। আটককৃত মহিষের আনূমানিক মূল্য প্রায় ১কোটি ৩৪ লাখ টাকা। এসময় মহিষের সাথে থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান।