• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাট সীমান্তে গোপালগঞ্জের দুই যুবক আটক

admin
প্রকাশিত ০৭ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ০১:১৭:০১
কানাইঘাট সীমান্তে গোপালগঞ্জের দুই যুবক আটক

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি //

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে গোপালগঞ্জের দুই যুবক’কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা দু’জন অবধৈভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলো।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল দুইটার দিকে দনা সীমান্তের ১৩৩৩ নং- মেইন ফিলার হতে সীমার দেড়শ’ গজ ভেতর বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জে জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে নগদ ১৬ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার দুইশত রুপি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা দুইজন চোরাকারবারি দলের সঙ্গে জড়িত।

এর সত্যতা নিশ্চিত করেছেন, সোনারখেওড় বিজিবি ক্যাম্পের হাবিলদার জুয়েল। তিনি বলেন আটককৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজু’র প্রস্তুতি চলছে।