• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে আওয়ামী লীগ নেতাকে রিমান্ডে নিতে চায় পুলিশ

admin
প্রকাশিত ০৮ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ২৩:০৫:১৩
সিলেটে আওয়ামী লীগ নেতাকে রিমান্ডে নিতে চায় পুলিশ

বিশেষ প্রতিবেদক //

 

ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেফতার হওয়া সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে ৫ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। তার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় নাশকতার মামলা রয়েছে। শেখ হাসিনার পতনের আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় উপজেলা এলাকায় আন্দোলনরতদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়।

জানা যায়, শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জৈন্তাপুরে গোয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কামাল আহমেদকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গ্রেফতার করে।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি টহল দল কামালকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া করে গ্রেফতারর করে। কামালের বাড়ি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীকেল গ্রামে। এ সময় কামালের দেহ তল্লাশি করে বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মুঠোফোন ও তাঁর জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। পরে বিজিবি তাকে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে জালালাবাদ থানায় পাঠানো হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন- আজ দুপুরে কামালকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি হলেও আগামীকাল (সোমবার) আদেশ জানা যাবে।