ফাইল ছবি।
ঢাকা //
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও অস্থিতিশীল করার চেষ্টা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশ প্রদান করেন তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইজিপি ময়নুল ইসলাম জানান, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট এ নিয়ে কাজ করছে।
তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত মনিটর করছে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যেন আর মাথা তুলতে না পারে, সেজন্য জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
আইজিপি আরো জানান, এছাড়া জামিনে থাকা জঙ্গি ও অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য তাদের বিষয়ে পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারিতে রাখা হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.