• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুর্ঘটনার শিকার রাশমিকা মান্দানা

admin
প্রকাশিত ১১ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ ১৩:৪১:৫৯
দুর্ঘটনার শিকার রাশমিকা মান্দানা

ফাইল ছবি।
বিনোদন ডেস্ক //

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার তার কারণই জানালেন এই অভিনেত্রী। তিনি জানান, গত মাসে একটি ছোট দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং বর্তমানে সুস্থ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চশমা পরা অবস্থায় মাথা ধরে ক্যাজুয়াল লুক নিয়ে নিজের একটি ছবিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা। কেমন আছেন আপনারা? আমি এখানে আসার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে বা আমাকে জনসমক্ষে দেখা গিয়েছে।’

অভিনেত্রী আরো বলেন, ‘গত মাসে আমি খুব বেশি সক্রিয় ছিলাম না কারণ আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল এবং আমি সুস্থ হয়ে উঠছিলাম। ডাক্তাররা আমাকে যেমন বলেছিলেন তেমন বাড়িতেই থাকছিলাম। আমি এখন আরো ভালো আছি।’

স্বাস্থ্যকে উপেক্ষা না করার জন্য অনুরোধ করে তিনি লিখেছেন, ‘সর্বদা নিজের যত্ন নেয়াকে অগ্রাধিকার দিন কারণ জীবন অত্যন্ত ভঙ্গুর এবং সংক্ষিপ্ত এবং আমরা জানি না যে আমাদের আগামীকাল থাকবে কি না তাই প্রতিদিন সুখ বেছে নিন।’

রাশমিকার সুস্থতা কামনা করে একজন লিখেছেন, ‘আপনি ভালো বোধ করছেন শুনে খুব খুশি হলাম। দুর্ঘটনা কঠিন হতে পারে, তবে আপনাকে এমন ইতিবাচকতা এবং শক্তি নিয়ে ফিরে আসতে দেখে খুব ভাল লাগছে।’ আরেকজনের ভাষ্য, ‘তুমি ভাল আছো শুনে খুব খুশি হয়েছি রাশমিকা।’

উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। এরপর তিনি ‘পুষ্পা ২: দ্য রুল’-এ শ্রীবল্লীর ভূমিকায় অভিনয় করবেন, যা আল্লু অর্জুনেরও কামব্যাক ছবি।