মর্নিংসান অনলাইন //
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, সচেতন সাংবাদিক এবং সুশীল সমাজকে সাথে নিয়ে আমরা একটি সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। যারা সত্যিকার অর্থেই জনতার পুলিশ হবে।
বিগত সময়ে যেসকল পুলিশের অতি বাড়াবাড়ির কারণে যেসব ঘটনা ঘটেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে পরবর্তীতে কোনো পুলিশ সদস্য অপেশাদার আচরণ করার সাহস না পায়।
বুধবার বিকেলে এসএমপি সদর দপ্তর কনফারেন্সে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, পুলিশের মনোবল বৃদ্ধি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চলমান রয়েছে। পুলিশ এখন ঘুষ, দুর্নীতিমুক্ত এবং সম্পূর্ণ সেবাধর্মী একটি পরিবেশ সৃষ্টি করতে বদ্ধপরিকর। যাতে করে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে একটা সুন্দর দেশ পায়। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রমাণ করবো আমরা জনতার পুলিশ।
নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা বলেন, সিলেটে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বিগত ছাত্রজনতার আন্দোলনে নিহতের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও বিচারের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে পুলিশ। তাছাড়া বিভিন্ন সময়ে যেসকল অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্র জনতার উপর আক্রমণ করেছে তাদের সনাক্ত করে গ্রেফতার করা হবে এবং ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.