দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি//
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় মুদ্রাসহ এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত যুবক হল- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের সুরুজ আলমের ছেলে হৃদয় মিয়া (২৫)।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি) এর অধীনস্থ বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল সীমান্তের মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশ অংশে দক্ষিণ কলাউড়া গ্রামে অভিযান চালায়। এসময় মুদ্রাসহ হৃদয়কে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.