ফাইল ছবি।
মর্নিংসান অনলাইন //
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যেও ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর উচিত পরিবর্তিত ধারাকে বোঝা এবং সবার সঙ্গে থেকে পরিবর্তনকে ইতিবাচক করা।’
গতকাল বৃহস্পতিবার ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাগরিক ঐক্যের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ সভা হয়।
মান্না বলেন, তরুণ-তরুণী, শিক্ষার্থীদের জীবন বাজি রাখার এত বড় প্রবণতা কোথা থেকে তৈরি হলো, তা বুঝতে হবে। তারা যা করতে পেরেছে, তা রাজনৈতিক দলগুলো করতে পারেনি। দলগুলো সমাবেশ করেছে; পুলিশ বললে চলে গেছে। কিন্তু শিক্ষার্থীরা বলেছে– ‘না, আমরা আমাদের জায়গায় আছি। গুলি করো, মারো; কিন্তু সরব না।’ তারা ক্লান্তিকর, অপমানজনক জীবনের চাইতে সাহস দেখিয়ে মরতে রাজি ছিল। এখানে ওই সাহস দেখিয়ে তারা জিতেছে।
ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, এই যে জেন জি, তাদের কথা স্পষ্ট। তারা পুরোনো ধারা দেখতে চায় না; নতুন ধারা চায়। সুতরাং আপনার দৃষ্টিও সে রকম করতে হবে। দৃষ্টিভঙ্গিকে পরিবর্তনশীল প্রবাহের সঙ্গে মেলাতে হবে। আগের সংস্কৃতি দিয়ে হবে না।
অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, প্রশাসন ও অন্যান্য জিনিস সাজাতে এই সরকারের সময় লাগতে পারে। এখানে একটি রাজনৈতিক সরকার হলেও সময় লাগত। তিনি আরও বলেন, ‘আবারও যাতে স্বৈরাচার ফিরে আসতে না পারে, সে জন্য সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের যে অংশ স্বৈরাচারকে স্থায়ী হতে দেয়, তার পরিবর্তন জরুরি।’
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান খসরু, জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবির সভায় উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.