স্টাফ রির্পোটার, সিলেট //
চোরাইপথে আসা প্রায় ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় চিনি বোঝাই ড্রাম ট্রাক সহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিলেটের কালিঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভারতীয় চিনি আড়াল করতে চোরাকারবারীরা বস্তার উপরে বালু চাপা দিয়ে ত্রিপল দ্বারা ঢেকে বোঝাই করে নিয়ে এসেছিল। ওই ট্রাক সিলেট নগরীর পাইকারী আড়ৎ কালিঘাট এলাকায় চিনির বস্তাগুলো আনলোড করার কথা ছিল। কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চিনি বোঝাই ট্রাকটি জব্ধ করতে সক্ষম হয়।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এসময় তিনি বলেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.