মর্নিংসান অনলাইন //
পর্যটক ভিসায় ভারতে গিয়ে ফেসবুক পোস্টে ভারতবিরোধী কথা বলায় আলমগীর শেখ (৩৪) নামের এক বাংলাদেশি যুবককে আটক করে তাঁর ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
আজ সোমবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন (অভিবাসন) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, ৩ সেপ্টেম্বর পর্যটক ভিসায় ভারতে যান আলমগীর। সেখানে যাওয়ার পর ফেসবুকে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের নজরে এলে তাঁরা আলমগীরকে চিহ্নিত করেন।
গতকাল রোববার সন্ধ্যায় ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ভিসা বাতিল করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।আলমগীর শেখের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.