• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে প্রেরণ

admin
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ ২০:৪১:৩২
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে প্রেরণ

ফাইল ছবি।
মর্নিংসান অনলাইন ডেস্ক //

 

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সরদার (১৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. মোশাররফ হোসেন এই আদেশ দেন।

রোববার রাতে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।