সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি //
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার বিকালে ২৫-বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসব পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, মোবাইল ডিসপ্লে এবং কসমেটিকস। এসবের মূল্য ১ কোটি ২২ লাল ২৩ হাজার ২শ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় একটি বিশেষ অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা পণ্য বিজিবির হেফাজতে রয়েছে। পরে তা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.