প্রতীকী ছবি।
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি //
সিলেটের কানাইঘাট সদর উপজেলার উত্তরবাজার আন-নূর টাওয়ার থেকে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই টাওয়ারের লিফট তৈরীর গর্ত থেকে মরদেহ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।
নিহত ব্যাক্তি হলেন- উপজেলার লালারচক গ্রামের মৃত আখলু মিয়ার ছেলে আব্দুল জলিল (৬০)। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তাৎক্ষনিখ ভাবে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডিউটিরত অবস্থায় অসাবধানাবশত: লিফট তৈরীর গর্তে তিনি পড়ে গেলে সেখানেই তার মৃতু্য ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার নৈশ প্রহরীর দায়িত্ব পারন করতে তিনি ওই টাওয়ারে যান। পরদিন গতকাল মঙ্গলবার তিনি আর বাড়ি ফেরননি। ওইদিন মঙ্গলবার দুপুরে তার এক সহকর্মী টাওয়ারে গিয়ে দেখেন লিফট তৈরীর পানি ভর্তী একটি গর্তে আব্দুল জলিলের মরদেহ পড়ে আছে। একপর্যায় বাজার কমিঠির সহযোগীতায় বিষয়টি তিনি পুলিশকে জানালে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, কানাইঘাট থানার এস আই সুহেল মাহমুদ। তিনি বলেন, ময়নাতদন্ত রির্পোট হাতে আসলে বিস্তারীত জানা যাবে।