জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় উদ্ধার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় ভোরে অভিযান চালিয়ে এই চালান আটক করা হয়। এময় ডিআই পিকআপে থাকা চোরাকারবারি ও চালক পালিয়ে যায়।
উদ্ধারকৃত পণ্য হলো- ৬২২ পিছ শাড়ী, ১৩২ টি থ্রী পিছ, ৬৪ পিছ থান কাপড় ও ৩৭৫ গজ থান কাপড়। তবে তাৎক্ষনিখভাবে পণ্যের মুল্য জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোরে একটি দ্রুতগামী ডিআই পিকআপ সেনাবাহিনীর গাড়ীকে ওভারটেক করে। এতে সন্দেহ হলে দ্রুত সেই পিকআপকে আটক করা হয়। এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.