ঢাকা //
নারী উদ্যোক্তাদের সহায়তার ক্ষেত্রে ভূমিকা রাখায় গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ সেরা নারী উদ্যোক্তা ফাইন্যান্সিয়াল ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স।
গত বুধবার ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বজুড়ে এসএমই ফাইন্যান্সিংয়ে অসাধারণ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং এসএমই ফাইন্যান্স ফোরাম এ পুরস্কার দিয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্সের ঋণসুবিধা ‘আইপিডিসি জয়ী’র জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
সম্মাননা গ্রহণ করে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ বলেন, ‘নারী উদ্যোক্তাদের জন্য গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পাওয়াটা আমাদের জন্য গৌরবের বিষয়। এটি আমাদের পুরো টিমের কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের স্বীকৃতি। আইপিডিসি জয়ী শুধু একটি ফাইন্যান্সিং উদ্যোগ নয়; এটি একটি উদ্যোগ, যা বাংলাদেশের মানুষের জীবনে ও সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনছে।’
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.