• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় যুবককে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ০০:৩৩:৩০
মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি।
ঢাকা //


রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাসির বিশ্বাস (২২) নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর কবরস্থান ১ নম্বর গেটের পাশে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান তিনি।

নিহতের বন্ধু মো. শাওন আহমেদ জানান, তিনি নিজে রায়েরবাজার এলাকায় ফোন ফ্যাক্সের ব্যবসা করেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিলেন। এসময় নাসির এসে বলে তাকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নামিয়ে দিতে। মোটরসাইকেলযোগে সাদেক খান কৃষি মার্কেট এলাকা দিয়ে যাওয়ার সময় সেখানে একটির মারামারি ঘটনা দেখতে পান। তখন সেখান থেকে এক যুবক এসে নাসিরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। তখন তিনি মোটরসাইকেল থেকে নেমে কবরস্থানের দিকে দৌড় দেন। কিছু যুবক তার পিছু নিয়ে কবরস্থানের এক নম্বর গেটের পাশে তাকে আবারো কুপিয়ে আহত করে একপর্যায়ে পালিয়ে যান।

শাওন আরও জানান, আগে থেকেই কৃষি মার্কেট এলাকায় মারামারি চলছিল। তবে নাসিরকে কেন মারলো সে বিষয়ে কিছু জানা নেই তার।

নিহত নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম বালিগ্রামে। বর্তমানে নাসির হাজারীবাগ রায়েরবাজার বাড়ৈইখালী ১২ নম্বর রোডে থাকতেন। সন্ধ্যার দিকে নাসির বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। পরে লোক মারফত জানতে পারি কে বা কারা নাসিরকে কুপিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে মুন্না (২৩) নামে আরও একজন মারা গেছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। তার নামে একাধিক মামলা আছে।