স্টাফ রির্পোটার //
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪৩১ বঙ্গাব্দের কার্যকরী পরিষদের সভা শুক্রবার বেলা ১১ টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি বিনয় ভূষণ তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শিক্ষাবিদ ও সমাজসেবী অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রশান্ত কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বীর মুক্তিযোদ্ধা চিটত্ত রঞ্জন দেব, পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী।
সভায় বক্তব্য রাখেন- পরিষদের পৃষ্ঠপোষক অশোক রঞ্জন চৌধুরী, সহ সভাপতি কবি সুমন বনিক, ইমিগ্রেশন এডভাইজার নিরঞ্জন চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সম্পাদক রজত চক্রবর্ত্তী, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল, অধ্যাপক নিহার রঞ্জন রায়, অধ্যাপক জ্যোতিষ কুমার দাশ, এডভোকেট দিপন আচার্য্য, সহ সাংগঠনিক সম্পাদক পূবালী ব্যাংক কর্মকর্তা বিনায়ক চক্রবর্ত্তী শুভ, শাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের পক্ষ থেকে সৌভিক মালাকার ও শুভজিত রায় প্রমুখ।
সভায় ৩ দিনব্যাপী বার্ষিক মহালয়া উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি সমূহ গঠন করা হয়। পরিষদের সর্বশেষ প্রস্তুতি সভা আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই স্থানে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
জরুরী এ সভায় যথাসময় পরিষদের সম্মানিত সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদ সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস বিনীত অনুরোধ জানিয়েছেন। প্রেস-সংবাদ।