• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটের জৈন্তা-কানাইঘাটে পৃথক ঘটনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ১৯:১৫:৪৪
সিলেটের জৈন্তা-কানাইঘাটে পৃথক ঘটনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

জৈন্তাপুর-কানাইঘাট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে চারজন মারা গেছেন।

জৈন্তাপুরে নিহতরা হলেন- উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) ও বরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)।

ঘটনাটি ঘটে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনূমানিক সাড়ে ১২টার দিকে। নিহত ব্যক্তির মধ্যে নাহিদ বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন। অপর ব্যক্তি আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এসময় তারা দু’জন বজ্রাঘাতে মারা যান। এর সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

অপরদিকে কানাইঘাট উপজেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (৩০)। অপরজন কানাইঘাট পৌরসভা এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তার পুরো নাম পরিচয় জানা যায়নি।

এবিষয়ে জানতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বজ্রাঘাতে দু’জনের মৃত্যুর কথা শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।