ক্রীড়া ডেস্ক //
চেন্নাই টেস্টে জিততে বিশ্বরেকর্ড করতে হতো বাংলাদেশকে। তবে অলৌকিক কিছু দেখাতে পারেনি টাইগাররা। ভারতের ৫১৫ রানের জবাবে ২৩৪ রানেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। ফলে ২৮০ রানের বিশাল জয় পেয়েছে ভারত। এমন পরাজয়েও বেশ কিছু প্রাপ্তি দেখছেন টাইগার দলপতি।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এই টেস্টে ইতিবাচক দিক বলতে তাসকিন-হাসানদের বোলিং। তারা প্রথম ইনিংসের প্রথম ২-৩ ঘণ্টা যেভাবে বোলিং করেছেন, তাতে বেশ চাপে ছিল ভারতীয় ব্যাটাররা। যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ায়। আমরা নতুন বল বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। তবে, সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারিনি।’
নিজের ব্যাটিং প্রসঙ্গে শান্তর ভাষ্য, ‘আমি সবসময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি। আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি। চেষ্টা করি, যতট সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার। কানপর টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করছে, আশা করি ব্যাটাররাও দ্রুতই ছন্দে ফিরে আসবে।’
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.