• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৮:৪৬:২৮
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

এম মুসলিম চৌধুরী, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল দিবাগত রাত শনিবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই নুরুজ্জামান, এসআই সুজন কান্তি পাল, এসআই শহিদুল ইসলাম, এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদসহ পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্তসহ পলাতক এই ৫ আসামিকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ১৮০/২৩(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহরতলীর রামনগর এলাকার কামাল হোসেন এর ছেলে আসাদুজ্জামান ওরফে বিশাল আহমেদ (১৯), সিআর ৪৩১/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রামনগর গ্রামের নুরুল আলমের ছেলে মো. জালাল উদ্দিন ভূইয়া, সিআর ৪৩১/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নুরুল ইসলামের ছেলে মো. দুলাল ভূইয়া, সিআর ৩৪৯/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দুধা মিয়ার ছেলে লিটন মিয়া ও জিআর ২৩৮/১৭(শ্রীঃ) এর পলাতক অভিযুক্ত উপজেলার ইছবপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রাসেদ আলীকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আজ রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।