স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেট জেলার আওতাধীন থাকা ৫ থানার অফিসার ইনচার্জ (ওসি)'কে বদলি করা হয়েছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের নবাগত পুলিশ সুপার মোহম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পাঁচ থানার ওসিকে বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, বিয়ানীবাজারের ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুরের ওসি মো. তাজুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী ও কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান।
বদলি হওয়া সকল কর্মকর্তাকে সিলেট জেলা পুলিশ লাইনে পরিদর্শক (নিরস্ত্র ) হিসেবে যুক্ত করা হয়েছে।
এদিকে, পাঁচ থানাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পুলিশ পরিদর্শক আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানকে জৈন্তাপুর থানায়, এনামুল হক চৌধুরীকে বিয়ানীবাজার থানায়, রুবেল মিয়াকে বিশ্বনাথ থানায়, উজায়ের আল মাহমুদকে কোম্পানীগঞ্জ থানায় ও মো. মনিরুজ্জামান খানকে ফেঞ্চুগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৩০ আগস্ট সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে মোহম্মদ মাহবুবুর রহমান যোগদান করেন। যোগদানের ২২ দিনের মাথায় এক সঙ্গে ৫ থানার ওসিকে বদলি করা হলো।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.