ঢাকা //
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএফপি অডিটোরিয়ামে সংবাদ প্রকাশক, সম্পাদক ও অংশীজনদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়ে উপদেষ্টা নাহিদ বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এজন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
তিনি বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.