বগুড়া প্রতিবেদক //
বগুড়ার শাজাহানপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন আহমেদকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুরের সাবরুল বাজার এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
সাগর সাবরুল এলাকার গোলাম মোস্তফার ছেলে। স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তারা দু’জনই এলাকায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী বলে পরিচিত।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় সাবরুল ছোট মণ্ডলপাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে সাগর তার ৫-৬ অনুসারী নিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় ৭-৮টি মোটরসাইকেল নিয়ে এসে কিছু যুবক তাদের ঘেরাও করে। তারা রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে সাগর ও স্বপনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। তাদের হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, সাগর মাত্র এক যুগ আগেও ছিল ট্রাকের হেলপার। পরে জড়িয়ে পড়ে মাদক কারবারসহ সন্ত্রাসীতে। তার বিরুদ্ধে মানুষের হাত কেটে নেওয়া, অপহরণ, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ আছে। সাগর একাধিক হত্যা মামলার আসামি। গত বছরের সেপ্টেম্বরে সাগর শাজাহানপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কলেজশিক্ষক শাহজালাল পারভেজকে খুন করে। এ মামলায় সাগর কয়েক দিন আগে জেল থেকে জামিন নিয়ে বের হয়ে আবার এলাকায় চাঁদাবাজি শুরু করেছিল। প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে বিরোধের জেরে সাগর খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.