স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস এলাকা থেকে বালু ভর্তী ট্রাক হতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে ৪৮ ব্যাটালিয়ন বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)। যার আনূমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকটিকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশীকালে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা চিনি কাস্টমস শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়। সীমান্তে চোরাচালান বন্ধে এধরনের অভিযান অব্যাহত রয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.