স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়ানের নেতৃত্বে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ৫৩৮ বস্তা ভারতীয় চিনি, ১৬৭ বোতল ভারতীয় মদ ও ১০০০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ১৬ টি বড় আকারের মহিষ জব্দ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.