স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //
হবিগঞ্জে পিডিবি’র অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়ার কোটি কোটি টাকার বিল আটকে থাকলেও ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ। এছাড়াও অনেক মামলা ঝুলে থাকলেও ব্যবস্থা না নেয়ায় বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এরপরও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না।
আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় নেতারা প্রভাব খাটিয়ে কতিপয় বিল আটক রেখেছেন বলে পিডিবি’র একটি বিশ্বস্থ্য সূত্রে জানা গেছে। আবার অনেক কর্মকর্তারাও এর সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। যার ফলে মাসের মাস তাদের পকেট ভারী করলেও সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
২০২২ সালের ১৮ এপ্রিল পিডিবি কর্তৃপক্ষ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের দাবিতে অভিযান শুরু করে। সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত রহিম উল্লার পুত্র মোঃ আতর আলী ও তার স্ত্রী রেখা বেগমের ঘরে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বকেয়াসহ ৭,৮৬,৩১৩ টাকার জরিমানা করে মামলা দায়ের করেন কর্তৃপক্ষ। যার সিআর মামলা নং-৫৫৭/২২। কিন্তু উল্লেখিতদের দ্বারা পিডিবির কয়েকজন কর্মকর্তার যোগসাজসে পুনঃতদন্তের নামে শুরু হয় গড়িমসি। কিন্তু এরপরও দেখা যায়, মামলা নিষ্পত্তি না করে তাদের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ রয়েছে বহাল তবিয়তে। এ রকম আরো অনেক মামলা ঝুলিয়ে থাকার পরেও পিডিবি কোন বিল আদায় না করে গোপনে পুনরায় সংযোগ দেয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে পিডিবি’র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুকুলকে ম্যানেজ করে এসব অপকর্ম চালানো হয়েছে। তিনি তদন্তের নামে মামলাগুলোতে সময় ক্ষেপন করছেন, যার ফলে বিদ্যুৎ বিভাগের কোটি, কোটি টাকা পড়ে রয়েছে গ্রাহকদের কাছে।
এ বিষয়ে জানতে সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুকুলের সাথে যোগাযোগ করলে তিনি মর্নিংসান'কে জানান, কতগুলো বিল আটক এবং কতগুলোর মামলা আছে তা দেখে ব্যবস্থা নেয়া হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.