মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়কে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভানুলার রায় বিচারিক আদালতে আত্মসমর্পন করে একটি মামলার জামিন চাইতে গেলে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গত ৪ আগস্ট মৌলভীবাজারে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে ১৫ আগস্ট মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদী হয়ে প্রায় দেড় শতাধিক আওয়ামী লীগ ও দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের আদেশে অস্থায়ী জামিনে ছিলেন।
ভানুলাল রায়কে কারাগারে পাঠানোর বিষয়টি মর্নিংসান'কে নিশ্চিত করেছেন মৌলভীবাজার কোর্ট ইন্সপেক্টর সিবেন্দ্র চন্দ্র দাশ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.