• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে যৌক্তিক শর্ট সিলেবাস চাই দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৭:১০:৩৩
মৌলভীবাজারে যৌক্তিক শর্ট সিলেবাস চাই দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারে যৌক্তিক শর্ট সিলেবাস চাই এক দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি ৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরিক্ষার যৌক্তিক শর্ট সিলেবাস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হাসানুজ্জামান জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাবিদ হাসান, রাহাত আহমদ, নাবিল আহসান, মুগ্ধ, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ফাহিমা বেগম ও তাবিয়া প্রমুখ।

বক্তারা বলেন আগামী ৫ অক্টোবরের মধ্যে এই দাবি না মানলে এক দফা অটোপাস এর দাবি করবেন শিক্ষার্থীরা।