• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ০০:৪৩:০৫
শায়েস্তাগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //


শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে অডিটোরিয়াম সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

অভিভাবক সমাবেশে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল আহমেদ এর পরিচালনায় অভিভাবক সমাবেশে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অভিভাবক, শ্রেণী-শিক্ষকের উপস্থিতিতে অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও মোঃ মকছুদ আলী ।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান বলেন, সমাবেশে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর বার্ষীক পরীক্ষা এনটিবি কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। এরমধ্যে ইংরেজি ১শ’ মার্ক, বাংলায় নৈবওিক, এক কথায় উওর সংক্ষিপ্ত, রচনামূলক উওর, দৃশ্য পাঠ নির্ভর মিলিয়ে ১শ’ নম্বরের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে । তারা সব বিষয়ে আগের মতো ১শ’ মার্কে পরীক্ষা দেওয়া হবে ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যরা শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে । শিক্ষার্থীরা এখন আর মোবাইল ব্যবহার করার প্রয়োজন হবে না। দু’মাস পরই তাদের ফাইনাল পরীক্ষা এবং খুব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা কিভাবে আবার লেখা পড়ার মনোযোগী হতে হবে। তাও চিন্তার ব্যাপার। তবে আগের কারিকুলাম থেকে নতুন করে পুরাতন কারিকুলাম অনুযায়ী পরীক্ষা হবে। বর্তমানে শিক্ষার্থীদের জন্য ভালো একটি খবর। নতুন এ সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হতে কিছুটা কষ্টের শিকার হবে শিক্ষার্থীরা। পুরাতন সিলেবাস বদল করে এ পরীক্ষা অনুষ্ঠিত হলে তাদের মধ্যে আগের মতো প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে বলে মনে করেন ।

এ সমাবেশে শ্রেণী শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন, হালিমা খাতুন, আলী হায়দার সেলিম, মীর ইখলাছুর রহমান, মোহাম্মদ সোয়েব, আজিজুর রহমান লিটন ও মোঃ জামাল মিয়া প্রমূখ ।

উক্ত শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে প্রতিদিন অভিভাবক সমাবেশ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।