• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পাবনা সদরে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

admin
প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ ২১:৫০:১১
পাবনা সদরে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

প্রতীকী ছবি ।
পাবনা প্রতিনিধি //


পাবনায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতইকুলা ইউনিয়নের কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনায় মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুনের (১৩) মৃত্যু হয়।

মৃতরা ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী ও মেয়ে। অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা আরশা খাতুন গৃহিণী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে বাড়ির টিনের ঘরের নিচে বৃষ্টির পানিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে উঠতে বসে লোহার দরজায় লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎতায়িত হয়ে মারা যান।

নিহতের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে আমার সর্বনাশ হয়ে গেল। আল্লাহ দুজনকে যেন জান্নাতবাসী করেন।’

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে গোসল করে গোয়ালঘরে উঠতে গিয়ে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে এসেছি।’