মর্নিংসান অনলাইন ডেস্ক //
৪ দশকেরও বেশি সময় পর চীন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে। এ ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড চীনের এই আইসিবিএম পরীক্ষার বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
তবে চীন জানিয়েছে, এটি একটি ‘নিয়মিত’ পরীক্ষা ছিল এবং কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়নি। চীনা গণমাধ্যমগুলো আরো জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যাপারে জানানো হয়েছিল। কিন্তু জাপান বলেছে, তারা এ ব্যাপারে কোনো পূর্বতথ্য পায়নি এবং উদ্বেগ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, আইসিবিএম দিয়ে ৫ হাজার ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানা সম্ভব এবং এটি দিয়ে চীন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৯টায় চীন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা পূর্বনির্ধারিত লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোথাও আঘাত হেনেছে।
তবে চীনের এই আইসিবিএম পরীক্ষা সাধারণ নিয়মিত পরীক্ষার অংশ না বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। কারণ, চীন সাধারণত এ ধরনের পরীক্ষা দেশটির অভ্যন্তরে শিনজিয়াং অঞ্চলের তাকলামাকান মরুভূমিতে করে থাকে। এর আগে সর্বশেষ আইসিবিএম পরীক্ষা চীন ১৯৮০-এর দশকে চালিয়েছিল।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.