
স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেট-তামাবিল হাইওয়ে রাস্তায় অভিযান চালিয়ে ট্রাকভর্তী চিনি সহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত আনূমানিক চারটার দিকে মহাসড়কের বটেশ্বর এলাকা থেকে ট্রাকভর্তী ভারতীয় চিনি সহ ওই ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন- জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা মৃত-লুৎফুর রহমানের ছেলে আলা উদ্দিন (৪২)।
এর সত্যতা নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশানর (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের নগরীর বটেশ্বর এলাকা থেকে ট্রাকভর্তী চিসিহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশে। এসময় তল্লাশিকালে ৯৯ বস্তা ভারতীয় চোরাই চিনি পাওয়া যায়। চোরাই চিনিসহ ট্রাকটি জব্দ করে সঙ্গে থাকা একজন চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটক চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।