• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ০৩:৩৩:৩৭
সুনামগঞ্জ সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

???????????????????????

স্টাফ রির্পোটার, সুনামগঞ্জ //


সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ৪৮ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যাট কর্ণেল মোঃ হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০৮ টি শাড়ী, ১৬টি লেহেঙ্গা, ৫৪১০ পিস স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, ৮টি গরুসহ চিনি, রসুন ও পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি। যার বাজারমূল্য আনুমানিক ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পণ্য কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।