• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি হামলায় শীর্ষ গোয়েন্দা কমান্ডার হাসান নাসরুল্লাহ নিহত

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৯:২৩:৫৪
ইসরায়েলি হামলায় শীর্ষ গোয়েন্দা কমান্ডার হাসান নাসরুল্লাহ নিহত

ফাইল ছবি।
আন্তর্জাতিক ডেস্ক //


ইসরায়েলির বর্বর হামলায় এবার নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার। দলটির নেতা হাসান নাসরুল্লাহর পর হাসান খলিল ইয়াসিন নামের গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করে তেল আবিব।

রবিবার (২৯ সেপ্টেম্বর) মেডিকেল ও নিরাপত্তার একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে নাসরুল্লাহর মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। তারা বলেছেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই এবং এটি অক্ষত অবস্থায় আছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, অথবা কখন তাকে দাফন করা হবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

রয়টার্সের তথ্যমতে, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এই হামলায় প্রাণ হারান নাসরুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ওই সময় সেখানে ছিলেন হাসান নাসরুল্লাহ।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, এই বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী।

লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায়, শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে উচ্চপদস্থ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন নাসরুল্লাহ। মাটির নিচে অবস্থিত সদর দপ্তরে প্রবেশ করেন তার কিছুক্ষণ পরই বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে, হিজবুল্লাহর সদর দপ্তর ধসে যায়।