• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে এমসি কলেজ পড়ুয়া ছাত্রসহ বজ্রপাতে তিনজন নিহত, আহত ১

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৮:০৭:৩২
সিলেটে এমসি কলেজ পড়ুয়া ছাত্রসহ বজ্রপাতে তিনজন নিহত, আহত ১

প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সিলেট থেকে //


সিলেটে এমসি কলেজ পড়ুয়া ছাত্রসহ বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- সিলেট এমসি কলেজ পড়ুয়া ছাত্র রেদওয়ান আহমদ (১৯)।তিনি সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে ও সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র। তার সঙ্গে থাকা সুফিয়ান (১৬) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। ভোর পাঁচটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রাম সংলগ্ন ডুবির হাওর এলাকায় মাছ ধরতে গেলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে সেখানের দায়িত্বরত চিকিৎসক রেদওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া।

এদিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে আনসার আলী (৬০) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি হলেন-খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের বাসিন্দা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শাহপরান (র.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে মাসুক আহমেদ (৪১) বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। তিনি রোববার সকাল দশটার দিকে রাজনগর একটি বিদ্যালয়ের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।