• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৮:৪৯:১৩
সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত

প্রতীকী ছবি।
সিলেট প্রতিনিধি //


সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার (২৮ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি সংলগ্ন এলাকায় রাত আনূমানিক ১১টার দিকে।

নিহত নারী হলেন-বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী রফিয়া বেগম (৫৮) ।

জানা গেছে, রফিয়া বেগম বড় মেয়ের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসায় যাওয়ার জন্য রাস্তা পাড়ি দিতে গেলে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের।