মর্নিং সান অনলাইন //
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করলেও কোন ভাবেই থামছেনা চোরাচালান বাণিজ্য। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার (২৯ সেপ্টেম্বর) সিলেট সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় পৌণে এক কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে (বিজিবি)'র একটি চৌকস দল। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পাউডার, বালু-পাথর, সুপারি ও প্রাণঘাতি মদ। পাশাপাশি পাথর উত্তোলনের বারকি নৌকাও জব্দ করা হয়।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এক প্রেস বার্তায় জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিকোরি পাউডার ৮৫৫ কেজি, চিনি ৪ হাজার ৪৪০ কেজি, সুপারি, বালু-পাথর ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য ৭৪ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা। এছাড়াও অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি নৌকাও আটক করে বিজিবি।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.