• ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

রাঙামাটি সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে আবারো ৩ দিন বন্ধ ঘোষণা

admin
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ ২৩:৫০:২৮
রাঙামাটি সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে আবারো ৩ দিন বন্ধ ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি //


নিরাপত্তা জনিত কারণে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণ আবারো ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পহেলা আক্টোবর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণ না করার জন্য পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার সময় এই ঘোষণা দেওয়া হয়েছে।

রাঙামাটিতে গত ২৪ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের জন্য সাজেক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর ফের শনিবার থেকে আরও ৩দিন সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছেন রাঙামাটি প্রশাসন। সর্বশেষ আজ সোমবার (৩০ সেপ্টম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির অপর এক সভায় আবারও ৩ দিনের নিষিধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙামাটির অনাকাঙক্ষিত পরিস্থিতিতে সাজেকে দেড় হাজার পর্যটক আটকা পড়েছিল। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছে। তাই এই পরিস্থিতি বিবেচনায় সাজেকে গত বুধবার থেকে ৩দিন করে ৩ দফায় ৯ দিনের জন্য পর্যটকদের সাজেক ভ্রমণে যেতে নিরুৎসাহিত করা হলো।