• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

শহরের আরজত আলী ও তার কন্যার খপ্পরে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দম্পতি নিঃস্ব

admin
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ ২৩:৩৯:২১
শহরের আরজত আলী ও তার কন্যার খপ্পরে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দম্পতি নিঃস্ব

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে //


হবিগঞ্জ শহরের ২নং পুল বহুলায় শ্রমিক লীগ কর্মী আরজত আলী ও তার কন্যার খপ্পরে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তার স্ত্রী ভিটেমাটি ছেড়ে আজ নিঃস্ব। এমনকি তাদের কাছ থেকে সুদের উপর টাকা নেয়ায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা থেকে পুলিশ সদস্য সঞ্জব আলী খালাস পান। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

জানা যায়, আরজত আলীর কাছ থেকে পুলিশ সদস্য সঞ্জব আলী সুদের উপর চেক দিয়ে টাকা নেন। এই টাকা সুদে আসলে ৮ লাখ টাকা হয়। আরজত আলী আদালতে একটি মামলা দায়ের করেন সঞ্জব আলীর বিরুদ্ধে। মামলার প্রেক্ষিতে যুগ্ম দায়রা জজ ১ম আদালত সঞ্জব আলীকে ৮ লাখ টাকা জরিমানা করেন। এই আদেশের প্রেক্ষিতে সঞ্জব আলী জেলা ও দায়রা জজ আদালতে ৪ লাখ টাকা জমা দিয়ে আপীল দায়ের করেন। আপীলের প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজের বিচারক মোঃ ইয়াছির আরাফাত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় সঞ্জব আলীকে খালাস প্রদান করেন। সেই সাথে তার জমাকৃত ৪ লাখ টাকা সঞ্জব আলীকে ফিরিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন।

অপর দিকে, আরজত আলীর কন্যা রুবি আক্তার সঞ্জব আলীর স্ত্রী নূর জাহানের উপর আরেকটি চেক ডিজ অর্নারের মামলা দায়ের করেন। সে মামলায় তার কাছ থেকে অন্যায়ভাবে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে আপোষ করেছেন মর্মে অভিযোগ করেন সঞ্জব আলী ও তার স্ত্রী। আরজত আলী শ্রমিক লীগের কর্মী হওয়ায় প্রভাব খাটিয়ে সঞ্জব আলী ও তার স্ত্রীসহ আরো অনেককে সুদের উপর টাকা দিয়ে বাড়ীঘর ও ভিটে মাটি ছাড়া করেছেন।